সূর্যের সবচেয়ে কাছের ছবি!


হঠাৎ ফেসবুকে সূর্যের পৃষ্ঠের এক অদ্ভুত সুন্দর ছবির উপস্থিত।

টাইটেলও অসাধারণ। 


'সূর্যের পৃষ্ঠের সবচেয়ে পরিষ্কার ছবি। সোর্স: নাসা’


দেখে ফেক ভাবারও উপায় নেই। ছবি তুলেছে নাসা, সন্দেহ কীভাবে হয়! দেশীয় বিজ্ঞান গ্রুপগুলোতে তো গণহারে শেয়ার হয়েছে, যদিও পালের হাওয়া বিদেশি মাধ্যম থেকেই এসেছে। অসাধারণ এই ছবির ব্যাপারে খোঁজ নিলে দেখা যায় ছবির সাথে নাসার দূরেরও কোনো সম্পর্ক নাই, বরং ইডিট করা ছবিটা!!

আসল কাহিনী জেনে নেওয়া যাক তবে।


প্রথমত,

নাসার লাল, নীল, সবুজ, হলুদ রঙয়ের তোলা কোনো ছবির সাথে এর মিল নেই।

সূর্যের ছবি নিয়ে নাসার ফটোজার্নাল এ ঢু মেরে আসলেই বুঝবেন।-

https://photojournal.jpl.nasa.gov/target/Sun


আর সবচেয়ে কাছ থেকে তোলা ছবি এর থেকে অনেক পরিষ্কার।

Nature এ প্রকাশিত পেপার ও ছবিটা দেখলে স্পষ্ট হওয়া যাবে,

https://doi.org/10.1038/d41586-020-02136-4



নাসার সাইটে তথ্য আরও বিস্তারিত দেওয়া আছে, 

অনেক ছবিও পাবেন-

https://www.nasa.gov/feature/goddard/2020/solar-orbiter-returns-first-data-snaps-closest-pictures-of-the-sun



দ্বিতীয়ত,

নিচের ছবিটা Fine Art America ওয়েবসাইটে সর্বপ্রথম এই বছরের জানুয়ারিতে Jason Guenzel নামের ফটোগ্রাফার আপলোড করেন এই ক্যাপশনে,


“Magnetic Sun: A stylized rendition of a solar close-up. This image highlights the turbulent magnetic field on the visible surface of our star.”


আশা করি ক্যাপশন দেখে স্পষ্ট হওয়া গেল এটা কী।  

তিনি কখনও কোথাও দ্বাবী করেন নি ছবিটা নাসার তোলা

তবে তার টুইটার পোস্টে তিনি বড়ো চমক রেখেছেন। 

ছবিটা তিনি ১০ ডিসেম্বরে তুলেছিলেন, এবং টুইটে বলেন,

 

"This heavily software-processed image of the solar chromosphere reveals the complex nature of the magnetic field within our star." 

https://twitter.com/thevastreaches/status/1349394217982955521


তার ফেসবুক পোস্টে বিষয়টা তিনি আরও পরিষ্কার করেছে। ছবিটা সাদা কালো তোলা হয় মূলত। তারপর বাকিটা-

https://m.facebook.com/TheVastReaches/photos/a.262935177740646/699799010720925/



ইনিশ্টাতে তার ছবিগুলো ঘেটে দেখলে বোঝা যায় তিনি এস্ট্রোপ্রেমিদের একজন। এই ছবিটাও সেখানে আছে-

https://www.instagram.com/p/CJ9GqshJrpF/


সবেশেষে বলা যায়, ছবিটা আসলে ফেক নয়, অনেক ইডিটেড একটা ছবি। সেটার ক্রিয়েটরও অবশ্যই একজন তো আছেই। কিন্তু ছবির সাথে যে ক্যাপশন লাগিয়েছে তার কোনো প্রকার সত্যতা নেই। চকচক করলে আসলেই যে সোনা হয় না তার একটা ভালো উদাহরণ ছবিটা।


ফেক্ট চেক সাইটসমুহ-

১. https://www.google.com/amp/s/amp.usatoday.com/amp/6737199002

২. https://www.indiatoday.in/fact-check/story/fact-check-nasa-has-nothing-to-do-with-this-edited-image-of-the-sun-surface-1767228-2021-02-08?hcb=1

৩. https://www.vishvasnews.com/english/viral/fact-check-this-heavily-software-processed-image-of-the-sun-has-no-connection-with-nasa/?itm_source=homepage&itm_medium=dktp_s1&itm_campaign=editorpick&hcb=1

আর্কাইভ

সমস্যা বা ফিডব্যাক জানাতে যোগাযোগ করুন

প্রেরণ