বাদুরে কী সত্যিই চোখে দেখে না!!
মানুষের মাঝে একটা মিথ প্রচলিত আছে যে, বাদুর চোখে দেখে না, বরং প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে পথ পাড়ি দেই।
তবে রিসেন্ট গবেষণাগুলো অনুয়ায়ী, বাদুরেরা অন্ধ হয় না। তাদের ছোটো ছোটো চোখ থাকে যা অনেক সেনসিটিভ হয়। এটা তাদের সাহায্য করে কুচকুচে কালো অন্ধকারের মধ্যে চলার জন্য, খাদ্য খোঁজার জন্য, শিকারীদের থেকে দূরে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার স্থান খুঁজে বের করার জন্য। নিশাচর প্রাণীদের মতোই তাদের চোখে ভারি মাত্রায় ফটোরেসেপ্টর সেল থাকে যা রড হিসেবে পরিচিত, যেটা অন্ধকারে দেখতে সহায়তা করে। তবে আবছা আবছা, পুরোপুরি নয়।
Bat Conservation International এর মতে, প্রায় ১৩০০ প্রজাতির বাদুর দেখতে পাওয়া যায়।
এদের মধ্যে কিছু ফুল খায়, কিছু পোকা-মাকড় আবার কিছু রক্তও খায়!
যেসব বাদুর পোকামাকড় না খেয়ে ফল খায়, তারা দৃষ্টিশক্তির উপর নির্ভর করে, কোনো প্রতিধ্বনির ব্যবহার করে না। এই সব বাদুরের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় আবার কিছু বাদুর আল্ট্রাভায়ালেট আলো দেখতে পারে। কিছু প্রজাতির বাদুরের ভিজুয়াল রিসেপ্টর তাদের দিনের বেলা দেখতে সহায়তা করে, এমনকি মানুষের দৃষ্টি ক্ষমতার বাহিরের আলো দেখতেও!!
যদিও রাতের সময় বেশির ভাগ বাদুর প্রতিধ্বনি ব্যবহার করে, তারা উচ্চ মাত্রার শব্দ তরঙ্গ উৎপন্ন করে এবং প্রতিধ্বনি শুনে পথ এগিয়ে যায়। তাই বাদুর তাঁর চোখ ও কান দুটো দিয়েই দেখতে ও শুনতে পারে।
সোর্সঃ
https://www.google.com/amp/s/www.livescience.com/amp/55986-are-bats-really-blind.html
https://www.google.com/amp/s/www.sciencefocus.com/nature/if-bats-are-blind-why-do-they-have-eyes/amp/
https://www.usgs.gov/faqs/are-bats-blind?qt-news_science_products=0#qt-news_science_products
রওনক শাহরিয়ার
অক্টোবর, ২০২০