নেকড়েরা কী আমাদের নেতৃত্ব দেওয়া শিক্ষা দেয়?



একটি ফ্যাক্ট পোস্ট ফেসবুকে প্রায়ই ঘুরোঘুরি করতে দেখা যায়, যেখানে নেকড়েরা আমাদের নেতৃত্বের শিক্ষা দেয় বলে প্রচার করা হয়। যেখানে দেখা যায় ডজনখানেক নেকড়ে সারিবদ্ধ ভাবে বরফের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। আর সাথে এই লিখাটা থাকে- 


" একটা নেকড়ের পালের  চলার নির্দিষ্ট ধরন আছে। প্রথমের লাল বৃত্তের তিনটা নেকড়ে হলো সবচেয়ে বয়ষ্ক, অসুস্থ, দুর্বল। 


কিন্তু তাদের অভিজ্ঞতা বেশী। তাদের সামনে দেয়া হয়েছে কারণ তাদের গতি অনুযায়ী বাকি দল চলবে।

তাদের ঠিক পিছনের হলুদ দাগের পাঁচজন দলের সবচেয়ে শক্তিশালী এবং যোদ্ধা নেকড়েরা। তাদের কাজ অগ্রবর্তী দলকে সাপোর্ট দেয়া এবং যেকোনো এটাক এলে সামাল দেয়া।


তাদের ঠিক পিছনে,নবীন আর কম শক্তিশালীরা থাকে। কিন্তু মাঝের দলটাই সবচাইতে প্রোটেক্টেড। 

কারণ, তাদের পিছনে সবুজ চিহ্নিত দলটাও খুব শক্তিশালী এবং যোদ্ধা নেকড়েরা। তাদের কাজ পিছন থেকে কোন এটাক এলে প্রটেকশান দেয়া।


তাদের পিছনে নীল চিহ্নিত একাকী নেকড়েটা দলনেতা। সবার পিছনে সে আসছে। তার দ্বায়িত্ব হলো কেউ পিছনে পড়ে যাচ্ছে কিনা, কারো কোন সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখা। 


সে  লিডার। লিডারদের সবসময় সামনেই থাকতে হবে এমন নয়, প্রয়োজনে সবার পেছনেও যেতে হয়। লিডারশীপ ব্যাপারটা এমনই। "



বিষয়টা সম্পুর্ণ গুজব। ছবিটা 'Chadden Hunter' নামের ফটোগ্রাফারের তোলা এবং এটি 

২০১১ সালে বিবিসির ডকুমেন্টারী 'ফ্রোজেন ওয়ার্ল্ড' এ দেখানো হয়। গার্ডিয়ান প্রকাশিত  ক্যাপশনের মূল তথ্যটি হলো, "আলফা ফিমেইল" নেকড়েদের দলটির নেতৃত্ব দেয় এবং দলের বাকিরা তাকে অনুসরণ করে শক্তি বাঁচানোর জন্য। মূল ছবি ও তথ্যটি এখানে পাবেন- www.theguardian.com/..


এই বর্ণনাটি ফেসবুকে প্রচার হওয়া তথ্যের চেয়ে অনেক বেশি সঠিক তবে কিছু গবেষক 'আলফা' শব্দটি ব্যবহার নিয়ে দ্বিমত পোষণ করেন। দ্বিমতের কারণগুলো!


ডেভিড মিক তার গবেষণা পত্রে প্রাণীজগতে নেকড়েদের মধ্যে 'আলফা' বা দলের সদস্যদের উপর আধিপত্য নেই বলে উল্লেখ করেছেন। তার মতে, নেতৃত্বদানকারী নেকড়েরা বেশিরভাগ সময় নেকড়েদের অভিভাবকেরা হয়ে থাকে। তথ্য সংক্রান্ত রিসার্চ পেপারটি- Ware wolf.pdf

ছবিতে বাস্তব অর্থে দেখা যায় যে, একদল নেকড়ে তুষারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এরা তিন জন বয়স্ক সদস্য বা আলফা ফিমেইল দ্বারা নয় বরং তাদের শক্তিশালী সদস্যদের মধ্যে একটি নেকড়ে তুষারের মধ্যে দিয়ে পথ তৈরীর জন্য দলকে নেতৃত্ব দিচ্ছে।


আর ছবিটা নিয়ে মানুষের মাঝে এমন ভ্রান্ত ধারণা থাকাই ফটোগ্রাফার নিজের টুইটার বার্তাতে একে ফেক বলেছেন।

www.Twitter.com/..


তথ্যসুত্রঃ

1. https://www.snopes.com/fact-check/wolf-pack-photo/

2. https://africacheck.org/fbcheck/no-wolves-cant-teach-people-a-leadership-lesson/
3. https://www.politifact.com/factchecks/2019/nov/20/viral-image/facebook-posts-viral-wolf-pack-image-miscategorize/

রওনক শাহরিয়ার
অক্টোবর, ২০২০

আর্কাইভ

সমস্যা বা ফিডব্যাক জানাতে যোগাযোগ করুন

প্রেরণ