বাগানবিলাস aka কাগজ ফুল
যদি সাধারণ কোনো ফুলের কথা আসে যা একসাথে দৃষ্টিদন্দন, বিশাল আকৃতির হবে, দ্রুত বর্ধনশীল হবে আবার শোভাবর্ধণের কাজও করবে, তবে সবার আগে এই বাগানবিলাসের কথা চলে আসবে। সাধারণ মানুষের কাছে যা কাগজ ফুল নামেও পরিচিত।
এদের মোট ১৮ প্রজাতির এই গাছ দেখতে পাওয়া যায়।
সাধারণত বড়ো দৈর্ঘ্যের দিনগুলোতে এর ফুল দেখা যায়, যদিও কিছু প্রজাতিতে সারাবছরই ফুল হয়।
লতা জাতীয় এই গুল্মে বিস্তীর্ণ প্রসারণ, বৈচিত্র্যপূর্ণ রঙিন পাতা ফুলের চারপাশে বিদ্যমান থাকে। আকৃতিতে প্রায় ২০-৩০ মিটার পর্যন্ত হতে পারে। আবার কিছু প্রজাতি খুঁটি বা কিছুর বাঁধা থাকলে একশ মিটার লম্বাও হতে পারে।
কীট-পতঙ্গমুক্ত গাছ হিসেবে কাগজ ফুলের পরিচিতি রয়েছে। তবে মাঝে মাঝে আক্রান্ত হওয়ার সম্ভবনা থেকে যায়।
আর এই গাছ উষ্ণমন্ডলীয় স্থানে বেশি হয়ে থাকে, কিছু কিছু স্থানে জাতীয় প্রতীক হিসেবেও এর ব্যবহার আছে। আর এর ফুল সাদা, লাল গোলাপি সহ বিভিন্ন রং এর হয়ে থাকে।
ইংরেজি নাম: Bougainvillea, paper flower
বৈজ্ঞানিক নাম- Bougainvillea spectabilis
গণ: Bougainvillea
গোত্র: Bougainvilleeae
পরিবার- Nyctaginaceae
বর্গ: Caryophyllales
শ্রেণী: Magnoliopsida
সোর্স: