বোবাদের অলৌকিকভাবে কথা বলানো!
ফেসবুকে স্ক্রল করতে গিয়ে হঠাৎ এক আশ্চর্য জিনিসে চোখ পড়ল। কোনো এক কুর্দিশ আলেমের ভিডিয়ো যেখানে গণহারে বোবাদের মুখে হাত দিয়ে কোরআনে ভার্স রিসাইট করে শুধু শোনার ক্ষমতাই করে দেন নি, অনর্গল বলার ক্ষমতাও করে দিলেন!!
কিন্তু ভিডিয়োটা যে কেউ একটু খেয়াল করলে দেখতে পাবেন ভিডিয়োর খুঁটি নাটি বেশ সমস্যা আছে। আর অনুসন্ধান করতে গিয়ে সব স্ক্রিপ্ট করা তার প্রমাণও পাওয়া যাবে!
https://www.facebook.com/groups/bcb.science/permalink/3722240901192885/
পুরো ভিডিয়োতে হাতের মুভমেন্ট ও মুখের এক্সপ্রেসশনটা খেয়াল করুন। আর তৃতীয় ব্যক্তির (ভিডিয়োর ৭.৩০ থেকে) এত অসুস্থ থাকার পরও মেকআপের ধরণ😜
বোবার এক্টিংটা আরও বেটার হতে পারত!
আর একজন ব্যক্তি বোবা, হোক সে শুনতে পারে, বা কানেই শোনে না,
তার পক্ষে হঠাৎ করে শুদ্ধ উচ্চারণে কথা বলাটা কতোটা যৌক্তিক!
বৈজ্ঞানিকভাবে তো ভিত্তিহীন কাজটা সম্পাদন করেছে!
তার ফেসবুক আর ইউটিউবের ভিডিয়োগুলোতেও সেম। ভাষা বুঝতে পারলে আরও সুবিধা হত এক্ষেত্রে।
এখন,
তার একটা হিলিং সেন্টারও আছে যা ইরাকের কুর্দিস্থানের ইদলিবে অবস্থিত। সেন্টার বিভিন্ন সময়ে বন্ধ হয়েছ। তাকেও অনেকবার সর্তকতা ও এরেস্ট হয়েছেন।
সে তার ভিডিয়োতে মানুষের মাঝে বিজ্ঞান!! ছড়াচ্ছে বলেও দ্বাবী করেছেন, আর মানুষ তা গ্রহণ করছে না! নিজের এলাকাতেও সুবিধা করতে পারেন নি।
https://www.rudaw.net/english/middleeast/12022020-amp
কুর্দিস্তান ছেড়ে দেওয়া ঘোষণা পর উন্মুক্ত ভাবে চর্চার জন্য আরবে আসেন। আর ঘোষণার মাত্র তার দুই দিন পর সৌদি আরবের মদিনাতে এক ব্যক্তির চোখের দৃষ্টি ফিরিয়ে আনার বিষয়টা ফেসবুকে ভাইরাল হয় এবং সৌদি কর্তপক্ষ মিথ্যা রটানো প্রমাণ আনেন ঘটনাতে। ভুয়া জিনিস রটানোর পরিপ্রেক্ষিতে তাকে জেলেও প্রেরণ করা হয়।
https://ekurd.net/blind-man-brands-iraqi-kurdish-2020-02-14
ইউটিউবে পাওয়া কিছু মজার জিনিস-
ইউটিউব এ ভিডিয়োটা পেলাম, বড়োরা পেইড হলেও বাচ্চাদের কেনা কিন্তু সহজ না।
স্পষ্ট বোঝা যাচ্ছে সে আগে থেকে বলতে পারে।
আরেকটা ভিডিয়ো, চোখে দেখতে পাওয়ার পরও অন্ধ, আবার করোণা সহ সকল রোগের চিকিৎসা আছে বলে দ্বাবী করেছে। দেখলে হা হওয়া লাগবে শুধু-
নিউজ পেপার আসা যাক-
এর আগে ডোনাল্ট ট্রাম্পকে নাকি জ্বিন ধরেছে, যার জন্য তার মানসিক অবস্থা খারাপ,
আর তাকে হিল করতে পারবে বলে ভুয়া তথ্যও ছড়িয়েছে🥱-
https://www.news18.com/amp/news/world/kurdish-healer-claims-he-can-heal-possessed-trump-1356963.html
এছাড়াও WHO এর কড়া আলোচনা ও দেশে মোটামুটি নিষেধাজ্ঞা থাকার পরও বিজ্ঞান ও ধর্মের বিষয় বিকৃত করে উটের মুত্র ক্যান্সার নিরাময়ের ঔষধ বলেও দাবি করেছেন।
https://ekurd.net/kurdish-mullah-calls-to-drink-camel-urine-to-treat-cancer-2015-06-06
এছাড়াও রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা থাকার পরও মেয়েদের খতনার উৎসাহিদের একজন ছিলেন। এখানেও বিজ্ঞান+ধর্মকে নিজের মতো ব্যবহার করেছে।
সোর্স ওপরেরটাই।
এছাড়াও অনেক বিষয় পাওয়া সম্ভব। স্ক্রিপ্ট ভিডিয়ো করে জনপ্রিয়তা পাওয়ার লোভে এমনটা করার সম্ভবনা বেশি। ধর্মে বিশ্বাসী মানুষকে সহজে বোকা বানানো যাওয়াই এই পদ্ধতিগুলো বেশ জনপ্রিয়।
আর ধর্মীয়ভাবে রুকাইয়াকে ব্যবসা ও জনপ্রিয়তার উদ্দেশ্য ব্যবহার সম্পুর্ণ নিষেধ থাকা সত্ত্বেও তার ইউটিউব চ্যানেলে ১৭ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। ফেসবুকেও মোটামুটি ভাইরাল তিনি।
আরবিতে পুরো জ্ঞান না থাকায় একটা অংশ মিস হয়ে গেছে। নাহলে এদের মুখোশ খোলাটা আরও সহজবোধ্য হত।