দিনের বেলায় চাঁদ দেখা

 

সকালের চাঁদ ও সূর্য এক্ষেত্রে।
কার্টেসীঃ space.com

সময়টা সকাল দশটা। ওপরে সূর্যের মৃদু আলো, হঠাৎ তাকিয়ে দেখি আকাশে চাঁদ দেখা যায়, এমনকি বিকাল বা ভোরেও! এমনটা বহুবার দেখার সুযোগ হয়েছে খোলা আকাশের পানে চেয়ে।

তবে প্রশ্ন আসেই, চাঁদ যদি রাতে ওঠে, দিনে দেখতে পাওয়ার কারণ কী?

উত্তরটা বেশ সহজ, ও চমৎকার।

 

রাতে বেলায় আকাশ ভরা তারা, ইয়া বড়ো চাঁদ দেখা যায়। এগুলো দিনে তা দেখা না গেলেও নক্ষত্র, গ্রহ কিংবা চাঁদ সবসময়ই আকাশে থাকে। আমরা দেখতে পাই না, কারণ সূর্যের আলোর উজ্জলতা চাঁদের চেয়ে ৪০০০০ গুণ বেশি হয়।

 

মূলত চাঁদের নিজস্ব কক্ষপথ আছে, পৃথিবীকে কেন্দ্র করে প্রায় ২৯.৫ দিনে একবার ঘুরে সে। শুধু পূর্ণিমার সময় চাঁদ পূর্ব দিক থেকে ওঠে, যখন সূর্য অস্তমিত হয়, এবং সারারাত জুড়ে থাকে আকাশে। এর মানে চাঁদ শুধু আকাশে মাসে মাত্র একরাত পুরোপুরি থাকে। বাকিসময় চাঁদ ওঠা ও অস্তমিত যাওয়া তার সূচি অনুযায়ী হয়, যার সাথে সূর্য ওঠা বা অস্তমিত যাওয়ার কোনো সম্পর্ক নাই। যার জন্য মাস জুড়ে চাঁদ একটা নির্দিষ্ট উপায়ে বিভিন্ন ফেজে পৃথিবীকে প্রদক্ষিণ করে। 

বা আমাদের দৃষ্টিসীমার ১৮০° এর মধ্যে মাসে একদিন চাঁদ থাকবে, বাকি সময়গুলোতে আকাশের ০ থেকে ১৮০° এর কোনো স্থানে অবস্থা করবে।

কোন সময়ে আমরা কীভাবে চাঁদ দিনের সময় দেখতে দেখা যায়: 

 

১. পূণিমার সপ্তাহখানেক আগে, 

২. পূর্ণিমার আগের বিকালগুলোতে,

৩. পূর্ণিমার পরের সকালগুলোতে,

৪. আর বেশিরভাগ সময় থাকলেও, আকাশে নীল আলোর বিচ্ছুরণের এই প্রতিফলিত আলো ফিকে হয়ে যায়।

 

দুটো কারণে দিনে চাঁদ দৃশ্যমান হয়।

প্রথমত, চাঁদের আলোর উজ্জলতা এতটা বেশি হবে তা আলোর নীল আলোর বিচ্ছুরণকে হার মানাবে। 

যদি শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও কিছু  নক্ষত্রের একেবারে সঠিক দিকে টেলিস্কোও দিয়ে দেখা হয়, তবে এই কারণে আমরা দেখতে পাব।

দ্বিতীয়ত, চাঁদের অবস্থান এমন স্থানে হতে হবে যাতে সেটা দেখা সম্ভব হয়।

 

কারণ পৃথিবীর ঘুর্ণনের ফলে মোট ২৪ ঘণ্টার  ১২ ঘন্টাই চাঁদ আকাশের কোনো না কোনো স্থানে থাকে। যেহেতু এখানে দিন রাত বড়ো কিছু না, তাই দিনের সময় গড়ে ৬ ঘন্টা পর্যন্ত চাঁদ আকাশে থাকতে পারে। আর ওপরে বর্ণিত সময়গুলোতে সূর্যের থেকে ৯০° এর বেশি থাকাই বেশি দৃশ্যমান হয় আকাশে। যদিও দিগন্তের কম দূরত্বেও দেখা সম্ভব, তবে স্পস্ট হবে না তেমন।

 

সোর্সঃ 

https://earthsky.org/space/when-can-you-see-a-daytime-moon/

https://www.space.com/amp/7267-moon-daylight.html

https://www.forbes.com/sites/jamiecartereurope/2019/10/15/this-is-why-you-can-now-see-the-moon-during-the-day/amp/

আর্কাইভ

সমস্যা বা ফিডব্যাক জানাতে যোগাযোগ করুন

প্রেরণ