বৃষ্টির মধ্যে আস্তে হাঁটলে কিংবা জোরে দৌঁড়ালে, কোনটাতে শরীর কম ভিজবে!

Rain,
Courtesy: pinterest
প্রশ্নটা বড্ড অদ্ভুত, কিন্তু মানুষ এটা নিয়ে প্রায়ই প্রশ্ন তোলে, যার দরুণ হাভার্ডের এক গণিতবিদ, নাম David Bell ১৯৭৯ সালের দিকে এর উত্তর খোঁজার চেষ্টা করেন।
তার উত্তর ছিল, যদি বৃষ্টি উলম্ব বরাবর পড়ে বা বাতাস মুখ বরাবর বা সোজাসুজি বয়ে চলে, তবে হাঁটার চেয়ে যত জোরে দৌঁড়ানো যাবে, (একই দূরত্বের পথে) শরীর তত কম ভিজবে।
আর বাতাস যদি পেছন দিয়ে বয়ে যায়, এক্ষেত্রেও দৌঁড়ানো উচিত কিন্তু এখানেন অন্য একটা গতি আছে যা কম ভিজতে সাহায্য করবে, তা হলো বাতাসের বেগ।
তা এই Bell মহাশয়ের এই ক্যালকুলেশন The Mathematical Gazette এ প্রকাশ পেয়েছিল, যেখানে সহজ বীজগাণিতিক রাশির মাধ্যমে বিষয়টা প্রমাণ করেছিলেন। আর প্রশ্নটা মানুষের মাঝে সময়ের সাথল এখনও চলে আসছে। যদিও ব্যবহারিকভাবে দেখলে, আস্তে বা জোরে দৌঁড়ানো আসলে খুব একটা পার্থক্য করতে পারে না। তবে যদি এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে বেশি বেগে দৌঁড়ানো হয়, বেলের সমীকরণ মতে, আপনার ১০% কম সম্ভবনা থাকবে শরীর ভিজে যাওয়ার।
অনুবাদঃ sciencefocus.com