পৃথিবীর নাম কীভাবে এল

 পৃথিবীর নামকরণ নিয়ে আমরা সঠিক জানি না, কবে বা কোথাই থেকে এই নামটি এসেছে। তবে ইংরেজি নাম “Earth” শব্দটি এসেছে এংলো-সাকশান শব্দ ‘erde’ (আর্দ) থেকে, যার অর্থ “ভুমি”। এর আগের ইতিহাস অজানা, অন্যান্য গ্রহসমুহের মতো এর নাম প্রাচীন রোমান বা গ্রিক দেবতাদের থেকেও আসে নি।

তবে চমৎকার একটা বিষয় হলো, আরও হিব্রু (Hibrew) ভাষা, বিশেষ করে ওল্ড টেস্টামেন্টের প্রথম অধ্যায় জেনেসিস : ১ থেকে পুরো বাইবেলে বহু বার এসেছে। এখানে হিব্রু ארץ (‘éretz) অর্থ, পৃথিবী বা ভুমি। এছাড়াও আরেক সেমিটিক ভাষা আরবিতে এর নির্দশন পাওয়া যায়। কোরআনে বহু বার أرض (আর্দ) শব্দটি এসেছে, যার অর্থ পৃথিবী। এরপর হয়তো কোনো সময় সময়, আরবদের থেকে হিব্রু শব্দটি অন্য ভাষায় রুপান্তর হয়েছে। পূর্বের ইংরেজিতে পৃথিবীকে ‘erthe’ বলা হতো। তবে ১৫ শতাব্দিতে পৃথিবীর আকৃতির বোঝানোর জন্য প্রথম “Earth” শব্দটি ব্যবহার করা হয়। তবে অ্যাকামেডিক্যালি ও বৈজ্ঞানিকভাবে রেনাসাসের সময় ল্যাটিন শব্দ ব্যবহার হতো, ‘Terra Mater’ যার ইংরেজি অর্থ “Mother Earth”।

সোর্সঃ live science, Wikipedia

আর্কাইভ

সমস্যা বা ফিডব্যাক জানাতে যোগাযোগ করুন

প্রেরণ