আইবিএম (IBM) এর 2nm প্রসেসরঃ ভবিষ্যতের প্রযুক্তি।

 



গত ৬ মে টেকজায়ান্ট IBM চিপ সম্পর্কে এক অবিশ্বাস্য এক ঘোষণা করে। প্রথমবারের মতো তারা 2nm প্রযুক্তির চিপ বানাতে যাচ্ছে, যা স্মার্টফোন, ল্যাপটপ, পিসি বা অন্যান্য গ্যাজেটে ব্যবহার উপযোগী হবে। বর্তমানের 7nm প্রসেসরগুলোর চেয়ে যা ৭৫% কম পাওয়ার গ্রহণ করবে এই আর্কিটেক্টের প্রসেসর, পারফরম্যান্স এর ক্ষেত্রেও ৪৫% ফাস্ট হবে, যা ভালো পারফরম্যান্স ও ব্যাটারি এফিসিয়েন্সি হবে। অতিক্ষুদ্র আকৃতির হওয়াই আঙ্গুলের নখের সমান স্থানে প্রায় ৫০ বিলিয়ন ট্রান্সজিস্টর ঢোকানো সম্ভব হবে।


বিভিন্ন সূত্রে জানা যায়, IBM এর এই চিপে প্রতি মিলিমিটার এ ৩৩.৩ কোটি ট্রানজিস্টর থাকবে😵 TSMC এর সর্বশেষ প্রযুক্তির 5nm প্রসেসরের (m1, snapdragon 888) সাথে তুলনা করলে বোঝা যায়, যেখানে 5nm এর চিপসেট ব্যবহার করা হয়েছে, এবং প্রতি মিলিমিটারে ১৭.৩ কোটি ট্রানজিস্টর রয়েছে। অপরদিকে Samsung এর 5nm প্রসেসরে (Exynos 1080) রয়েছে প্রায় ১২.৭ কোটি ট্রানজিস্টর। এছাড়াও ন্যানো শিট টেকনোলজি ব্যবহার করা হবে যা প্রযুক্তিখাতে সর্বপ্রথম হবে। 2nm আকৃতি মানব ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডের চেয়েও ছোটো।


শুনতে ভালো লাগলেও, এটা জাস্ট কনসেপ্ট ছিল🥱 আগামি কয়েকবছর পর হয়তো প্রসেসর বিল্ড সম্পর্কে সম্পূর্ণ জানা যাবে। যদিও IBM তাদের সাইটে দ্বাবি করছে। যেমন, প্রতি চার দিনে ফোন একবার চার্জের দরকার হবে, ল্যাপটপের প্রসেসরে বুস্ট হবে, AI চালিত গাড়িগুলো আরও ভালো অবজেক্ট ডিটেক্ট করবে। এছাড়াও ডেটা সেন্টারে পাওয়ার কনজিউম, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট, 5G, 6G এবং কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রেও কাজে দেবে।


TSMC বর্তমানে 4nm চিপের ওপর কাজ করে যাচ্ছে, যা এবছরের শেষে বের হবে এবং ২০২২ এ বাজারে প্রচলিত হবে। 3nm এ আগামি বছরে হয়তো দেখা যেতে পারে। এদিকে AMD এ বছরে তাদের চতুর্থ প্রজন্মের প্রসেসর বাজারে আনবে যা TSMC এর প্রযুক্তি ব্যবহারে করা হবে। Intel ২০২২ নাগাদ 14nm এর প্রযুক্তি ব্যবহার করলেও, TSMC এর 3nm চিপসেট বেইজড প্রসেসর ২০২৩ নাগাদ দেখা যেতে পারে।


যেহেতু 2nm প্রযুক্তি নিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান এগোয়নি, তাই IBM এর কাজ সেমিকন্ডাক্টর প্রযুক্তির ভবিষ্যৎ বলা যায়। বর্তমানে 7nm, 5nm আর্কিটেক্টের প্রসেসর নিয়ে কাজ করে যাচ্ছে। 2nm এ পৌঁছাতো যদিও সময় লাগবে কিছুদিন, তবুও সাধারণ ব্যবহারে এক অন্য উচ্চতায় পৌঁছাবে আশা করা যায়। 


রেফারেন্সঃ

https://newsroom.ibm.com/2021-05-06-IBM-Unveils-Worlds-First-2-Nanometer-Chip-Technology,-Opening-a-New-Frontier-for-Semiconductors#assets_all


https://www.theverge.com/2021/5/6/22422815/ibm-2nm-chip-processors-semiconductors-power-performance-technology


https://www.engadget.com/ibm-2nm-chip-power-efficiency-100001102.html

আর্কাইভ

সমস্যা বা ফিডব্যাক জানাতে যোগাযোগ করুন

প্রেরণ