সবচেয়ে গতিসম্পন্ন হার্ড ড্রাইভ, যা হতে পারে SSD এর প্রতিদ্বন্দ্বী।

 




বর্তমানে হার্ড ড্রাইভ মানেই স্বল্প গতির এক মেমরি সিস্টেম, যার গতি SSD (solid state drive) এর তুলনায় অনেক পিছিয়ে। অ্যাপ, গেম থেকে শুরু করে সমস্ত প্রডাক্টিভিটির কাজ, এমনকি ওএস অনের ক্ষেত্রেও বিশাল পার্থক্য এনে দেয়। এর ব্যতিক্রম হিসেবে টেক জায়ান্ট প্রতিষ্ঠান সেটাগেট, তাদের নতুন প্রযুক্তির হার্ড ড্রাইভ বাজারে আনছে, যা কিছু SSD এর সাথে ভালো প্রতিযোগিতা প্রদানে সক্ষম।


নতুন এই হার্ড ড্রাইভের নাম Seagate Mach.2 Exos 2X14। হার্ড ড্রাইভটির আকার ১৪ টেরাবাইট হতে পারে, যা ২৪/৭ ইউজাদের জন্য বেশ কাজের। সাধারণ হার্ড ড্রাইভগুলোর ট্রান্সফার রেট ৬ Gbps (গিগাবিট/সেকেন্ড) বলা হলেও, এর কাছাকাছিও কখনও যায় না। কিছু সীমাবদ্ধ থেকেই যায় হার্ড ড্রাইভগুলোর। কিন্তু সেটাগেট এবার নিশ্চয়তা দিয়েছে, তাদের হার্ড ড্রাইভ ডেটা ট্রান্সফার রেট 524 MB/S (মেগাবাইট/সেকেন্ড) স্পিড দিতে সক্ষম হবে। 


যাই হোক, এটা হার্ড ড্রাইভের সর্বোচ্চ ডেটা ট্রান্সফারের গতি, কিন্তু র‍্যান্ডম টেস্ট করলে এসএসডি সবসময় এগিয়ে থাকবে। তবে এই হার্ড ড্রাইভের এতটা ট্রান্সফার রেট কিছুটা অবাকজনকও বটে। Mach.2 technology প্রযুক্তি এক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে, তারা 7200 rpm প্লেটারের সাথে দুটো অ্যাকুয়েটর আর্ম থাকবে, যেগুলা পরস্পরের থেকে স্বাধীনভাবে নাড়াচাড়া করতে সক্ষম হবে। হার্ড ড্রাইভের এভারেজ লেটেন্সী ৪.১৬ ms। আর Helium sealed-drive ডিজাইন খরচ কমিয়ে এনেছে, ওজন এবং পাওয়ার ইউজের ক্ষেত্রেও ভুমিকা রেখেছে। 


এটা হয়তো গেমিং এ খুব একটা কাজে আসবে না, তবুও নতুন প্রযুক্তি আসাটা সবসময়ই আর্শীবাদ স্বরুপ। বাজারে আসলে দৈনন্দিন জীবনে কতটা ভুমিকা রাখতে পারবে তাও জানা যাবে।


হার্ড ডিক্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এটা পড়ুন- https://m.facebook.com/groups/bcb.science/permalink/3538950846188559/


রেফারেন্সঃ

https://www.pcgamer.com/fastest-hard-drive-in-the-world/?utm_campaign=socialflow&utm_source=facebook.com&utm_medium=social







আর্কাইভ

সমস্যা বা ফিডব্যাক জানাতে যোগাযোগ করুন

প্রেরণ